আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। শনিবার সকালে নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।
এদিকে, লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিল্প-কলকারখানা চালু থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। শিল্পকলকারখানাও খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে, ভিন্ন ভিন্ন শিফটিংয়ের মাধ্যমে কলকারখানায় কাজ করতে পারে। ২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনার প্রথম ঢেউ দক্ষতার সঙ্গে সামাল দিয়ে সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল বাংলাদেশ। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর বাংলাদেশে করোনা সংক্রমণের হার বেড়ে গেছে। সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখতে লকডাউন জারি করেছে সরকার।
Leave a Reply