শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবী ইউনিয়নের সাতগাঁও সমাজকল্যান সংস্থার সামাজিক কর্মকান্ডে এলাকা সহ শ্রীমঙ্গলের সর্বমহলে ভালোবাসার স্থান অর্জন করেছে সংগঠনটি।
গ্রামের সচেতন শিক্ষিত যুব সমাজের অংশগ্রহণে প্রতিষ্টা করেন এই সংগঠন।সাতগাঁও এলাকার মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করা এক যুবক, সে কিনা স্কুল জীবন থেকেই গ্রামের বিভিন্ন অসহায় নির্যাতিত মানুষের পাশে এগিয়ে আসতেন নিজের স্বাধ্য মতো।
বিবেকের তাড়নায় ও সামাজিক দ্বায়বদ্ধতা থেকে ২০১৯ইং সালের শেষের দিকে মোঃ আলমগীর হোসেন প্রতিষ্টা করেন সাতগাঁও সমাজকল্যান সংস্থা।প্রতিষ্ঠার পর থেকেই তাদের সৃজনশীল কাজে খুশি এলাকার সচেতন মহল সহ গরিব অসহায় মানুষ।
বিভিন্ন সময় নির্যাতিতার ন্যায়বিচারের জন্য লড়েছেন আলমগীর হোসেন সহ তার সংগঠন।অনেক সময় হুমকি দামকি খেয়েও থেমে যায়নি এই যুবক।মানবতার জন্য মানুষ, হৃদয়ে ধারন করে প্রতিনিয়ত কাজ করছেন নিরবে নিভৃতে যা লোকচক্ষুর অন্তরালে।
রক্তের প্রয়োজনে যখন গরিব পিতা বা গর্ভকালীন নারী মৃত্যু শয্যায়, তখন দূর্বার গতিতে তার রক্তের সন্ধানে ছুটে চলা।নিজেও এ পর্যন্ত সপ্তম বাবের মত রক্ত দান করেন।নিজের রক্তের গ্রুপ না মিললে ও রক্তকে পানির মতো ব্যয় করে জোগার করতেন রক্ত।
আমি আজ তার মানবতা দেখে বিমুহিত ও হতবাক হয়েছি, কি ভাবে একটি যুবক মানুষের বিপদে এগিয়ে আসার সৎ ক্ষমতা দেখান।ইতিমধ্যে সে ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশন ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থার ঢাকা আশুলিয়ার প্রধান সমন্য়কারী হিসেবে দ্বায়িত্বে আছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি।
Leave a Reply