নারী জাগরনে শিক্ষাবিদ বেগম রোকেয়া সাখাওয়াতের ভুমিকা শীর্ষক আলোচনায় সভা ও সম্মাননা প্রদান অনুস্ঠান ২০২১
আয়োজনে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রধান অতিথি বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী হাই কোর্ট বিভাগ ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট, প্রধান আলোচকঃপীরজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয় ,মূল প্রবন্ধ পাঠ মুহাম্মদ আতা উল্লাহ খান আইপি টিভি ওনার্স এসোসিয়েশন সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শেখওয়াসি উজ্জামান লেলিন প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও উপদেষ্টা, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, প্রধান অতিথি বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী হাত থেকে বেগম রোকিয়া সম্মাননা স্মারক নেন গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দা শাহীতাজ বারী তিনি ইতিমধ্যে নারী উদ্যোক্তা হিসেবে মৌ খামার করে ব্যাপক সফলতা অর্জন করেছেন আজ এই সফলতা নিয়ে যাচ্ছে প্রচেষ্টা পোর্টের নির্ভেজাল যুক্ত বেশকিছু খাবার আইটেম তৈরি করার প্রস্তুতি নিয়েছেন তিনি খুব শিগগিরই বাজারে আসছে এই আইটেম গুলো, শাহীতাজ বারী আরো বলেন আমার সকলের প্রতি একটাই দাবি আমরা মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব আমরা যেন দয়া করে কেউ অন্ততপক্ষে খাবারে ভেজাল না করি, বেগম রোকিয়া তিনি ছিলেন নারী জগতের জাগ্রত নারী পরিশ্রমই নারী মেধাবী নারী উৎসাহ-উদ্দীপনার সফল নাম বেগম রোকিয়া। আজ সৈয়দা শাহীতাজ বারী তিনি এ বছরে ফেব্রুয়ারি মাসে পেয়েছেন এই নারী উদ্যোক্তা হিসেবে জাগ্রত নারী পরিশ্রমী হিসাবে সাত সাতটি সম্মাননা স্মারক এই মাসে এসে তিনি নিয়েছেন বেগম রোকিয়া সাখাওয়াত এর মত একটি পদক। সৈয়দা শাহীতাজ বারী সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই পদক এই সফলতা এই অর্জন আমার একার নয় তার পিছনে রয়েছে দুজনের বিশেষ অবদান একজন গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সফল সভাপতি আলহাজ্ব সেলিনা ইউনুস তিনি আমাকে এই মৌ খামার এর উপরে প্রশিক্ষণ নেওয়ার জন্য উৎসাহিত করেছিলেন অন্যজন আমার স্বামী আব্দুল বারী আকন্দ তিনি যদি আমাকে এই মৌ খামার করার জন্য যে পরিশ্রম যে অর্থ এবং সাহসিকতা উৎসাহ না দিতেন তাহলে হয়তো আমার এই সফলতা আশতে আরো কষ্ট হতো তাই আমি মহান রাব্বুল আলামীনের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ যেন উনাদের নেক হায়াত দান করেন। আমার চেষ্টা আমি যেন এই প্রচেষ্টা মৌ খামার এর মাধ্যমে যে সমস্ত নারীরা অসহায় বা কোন কাজ করতে পারে না তাদের জন্য এই প্রচেষ্টা মৌ খামার এবং তাদের পাশে সব সময় আমি থাকবো আমার সাধ্যমত আমি চেষ্টা করে যাবো তাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমি আশা করি এই মৌ খামার যদি আমরা বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন বেকার মানুষ বিভিন্ন বেকার মহিলা যারা আছেন তারা যদি প্রত্যেকটা জেলাভিত্তিক কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করে প্রশিক্ষণ নিয়ে এই কাজ করেন তাহলে হয়ত আমরা এখান থেকে অনেকটাই এগিয়ে যেতে পারবো। আমার ছোটকাল থেকেই চেষ্টা ছিল আমি মানুষের জন্য কিছু না কিছু করব আমি তো মানুষ আমাকে তো আল্লাহপাক সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য মানবতার কল্যাণ এর জন্য দেশ ও জাতির কল্যাণের জন্য তাই আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে মানুষের জন্য দেশের জন্য জাতির জন্য কিছু করতে চাই আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন। এ প্রচেষ্টা মৌ খামার থেকে মধু উদ্বোধন করা মধু বাজারে ব্যাপক সাড়া পেয়েছে এবং ১০০% পার্সেন্ট খাঁটি মধু আমরা বাজারজাত করছে ।
Leave a Reply