ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে হামলা ও দেশব্যাপি সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে গতকাল বৃহস্পতিবার গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১১ঘটিকার সময় গাজীপুরে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সভাপতি মোস্তাকিম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমএ ফরিদের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, গাজীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ মোকসেদ আলম লিটন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম মানিক , যুগ্মসাধারণ সম্পাদক ও সচিত্র ঘটনা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পুবাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ খসরু মৃধা, আনন্দ টিভির প্রতিনিধি মোঃ আব্বাস উদ্দিন, বাংলাদেশ সাংবাদিকদের জোটের গাজীপুর জেলা সহ-সভাপতি পলাশ সরকার, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, সিটিজি ক্রাইম এর প্রতিনিধি মনসুর শেখ, দৈনিক মতপ্রকাশ পত্রিকার প্রতিনিধি মোঃ নুরুজ্জামান শেখ-সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
গাজীপুরের সাংবাদিক নেতারা বলেন ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাব ভাঙচুরসহ সাংবাদিকদের উপর হামলা ও মারধরের ঘটনায় হামলাকারীদের সিসিটিভি, ইউটিউব ও সোস্যাল মিডিয়ার ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দ্রুতস্বাস্তির ব্যাবস্থা করার আহবান জানান প্রশাসনকে।
Leave a Reply